১ লা জুলাই, ২০০২ সালে সরকার সিএজি এর অতিরিক্ত কার্যক্রম (অধ্যাদেশ -১৯৮৩, প্রবন্ধ -৩) সংশোধন করে ৫১ টি সিএও (বর্তমানে সিএএফও) এবং ৬টি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) অফিস (বর্তমানে ৮টি) বিভাগীয় পর্যায়ে অফিস সৃষ্টি করা হয়। এ সময়েই ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, খুলনা এর কার্যক্রম শুরু হয়।
বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক বা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) খুলনা ডিভিশন, খুলনা, এর কার্যালয় নূর নগর, বয়রায় নিজস্ব অবকাঠামোয় ‘হিসাব ভবন’ নামে পরিচিত। এ কার্যালয়ের মাধ্যমে খুলনা বিভাগস্থ সকল সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয় তথা সার্বিক খরচাদি প্রি-অডিট বা পূর্ব নিরীক্ষার মাধ্যমে নির্বাহ করা হয় ও হিসাব সংরক্ষণ করা হয়। এ বিভাগের সকল পেনশনারের পেনশন সংক্রান্ত দাবীও নিষ্পত্তি করা হয়।
এছাড়া খুলনা বিভাগের অবশিষ্ট ০৯ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ৫০ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়সমূহের আঞ্চলিক প্রশাসনিক কার্যাবলী এই দপ্তরের মাধ্যমে সম্পাদন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS